টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা সদর খেকে ৫ কিলোমিটার দক্ষিন পশ্চিম খাগজানা নদীর দক্ষিন পাড়ে নিভৃত পল্লীতে প্রাকৃতিক সৌন্দর্যে সুভিত মনোরম পরিবেশে অবস্থিত। দক্ষিন মুখী সামনে খেলা মাঠ দক্ষিনা হাওয়া আর বৃক্ষরাজির ছায়া যেন আর এক শান্তি নিকেতন। প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন আছে। ছাত্র-ছাত্রীদের নিদিষ্ট পোশাক রয়েছে। বিজ্ঞান ও মানবিক শাখায় অধ্যয়নের সুযোগ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়,পরিবার পরিকল্পনা কেদ্র,ডাকঘর,কালিমন্দির,উত্তর পাশ দিয়ে একটি খাল রয়েছে। সদও থেকে বিদ্যালয় পর্যন্ত পাকা সড়ক। |
আনুমানিক ১৯০২ খ্রীস্টাব্দ যখন ভাতগ্রাম তথা এলাকার আশে পাশে কোন গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। এসময় স্থানীয় অধিবাসীদের সিংহভাগ কৃষিজীবি নিরক্ষর। অজ্ঞান অন্ধকারে হাবুডুবু তখন জনকয়েক সমাজ সেবি জ্ঞান আলোক বর্ত্তিকা নিয়ে কোন এক বৈঠক খানায় ছাত্র নিয়ে যাত্রা শুরু হয় অত্র বিদ্যালয়ের মূল শিকর। ধীরে ধীরে শিক্ষার আলো চারি দিকে ছড়িয়ে পড়ে। এগিয়ে আসেন অসংখ্য শিক্ষানুরাগী। ১৯২৮ খ্রীস্টাব্দের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার বাগইল গ্রাম নিবাসী জমিদার তারক চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে আটিয়া চন্দ্র প্রাতাপের প্রতিটি গ্রামের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য,শিক্ষা ও উন্নতি কল্পে অত্র এলাকায় একটি এম,ই স্কুট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৩০ খ্রীস্টাব্দে রুহিতপুর গ্রামের মহন্ত লাল ভৌমিক ও রাখাল চ্দ্র ভৌমিক সাময়িক ভাবে শতাংশ ভূমি দান করে। এবং তাদের পিতার নাম কৈলাশ চন্দ্র ভৌমিকের নামানুসারে ভাতগ্রাম কেসি এমইস্কুল নামাকরন রুহিতপুর এলাকায় স্থাপন করা হয়। ১৯৪২ খ্রিস্টাব্দে বর্তমান অবস্থানে আনা হয়। রাখাল চন্দ্র ভৌমিক পৃথক ভাবে ১১৯ শতাংশ ভূমি দান করায় বিদ্যালয়টির রাখাল চন্দ্র ভৌমিকের আর সি নাম সংযুক্ত করা হয়। তখন নাম হয় ভাতগ্রাম কেসি আর সি ইনষ্টিটিউশন। পরবর্তীতে বাগজান গ্রামের শ্রী বাস চন্দ্র সরকার ১.৩৪ শতাংশ ভূমি দান করায় তার নাম সংযুক্ত করা হয়। কৈলাশ এর 'কৈ' রাখাল এর 'আর' শ্রী বাস এর 'এস' বিদ্যালয়ের নাম হয় ভাতগ্রাম কে,আর,এস ইনষ্টিটিউশন। ১৯৪২ খ্রীস্টাব্দের ১৫ জানুয়ারী বৃহস্পতিবার তদানান্তন করটিয়া সাদৎ মহাবিদ্যায়ের বাংলা বিভাগের অধ্যাপক তরনী কান্ত ভট্টাচার্য্য বিদ্যালয়টি উদ্ভোধন করেন। এর পর অনেক ভূমি দান করেছেন।ভূমির পরিমান দাঁড়ায় ১১ এবং ৪৪ শতাংশ। |
পরিশিষ্ট-০৪
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক | নাম | কমিটিতে অবস্থান | শিক্ষাগত যোগ্যতা | পেশা |
০১ | আলহাজ্ব একাববর হোসেন | সভাপতি | স্নাতকোত্তর | জাতীয় সংসদ সদস্য |
০২ | মো: নুরুল ইসলাম সিদ্দিকী | কো-অপ্ট সদস্য | এইস এস সি | ব্যবসায়ী |
০৩ | স্বপন কুমার দাস | সদস্য সচিব | স্নাতকোত্তর | প্রধান শিক্ষক |
০৪ | নন্দদুলাল গোস্বামী | অভিভাবক প্রতিনিধি | স্নাতকোত্তর | সমাজকর্মী |
০৫ | সরকার গৌর পদ | অভিভাবক প্রতিনিধি | স্নাতক | সরকারী চাকুরি |
০৬ | প্রফুল্ল কুমার সরকার | অভিভাবক প্রতিনিধি | স্নাতক | শিক্ষাকতা |
০৭ | আনিছুর রহমান | অভিভাবক প্রতিনিধি | এস এস সি | ব্যবসায়ী |
০৮ | অনুপ কুমার দত্ত | দাতা সদস্য | স্নাতক | ব্যবসায়ী |
০৯ | সুধীর চন্দ্র দাস | শিক্ষক প্রতিনিধি | স্নাতক | শিক্ষাকতা |
১০ | সুব্রত কুমার বৈষ্ণব | শিক্ষক প্রতিনিধি | স্নাতক | শিক্ষাকতা |
১১ | হোসনেয়ারা আক্তার | শিক্ষক প্রতিনিধি | স্নাতক | শিক্ষাকতা |
১২ | তাসলিমা আক্তার | অভিভাবক সদস্য | স্নাতক | গৃহিনী |
পরিশিষ্ট-০৫
বিগত পাঁচ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
এস এস সি পরীক্ষার তথ্য | |||||||
সন | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০০৮ | ৪৭ | ২৪ | ৭১ | ৩৬ | ১৮ | ৫৪ | ৭৬.০৫ |
২০০৯ | ৪৮ | ৩৩ | ৮১ | ২৭ | ২০ | ৪৭ | ৫৮.০২ |
২০১০ | ৬৫ | ৩৭ | ১০২ | ৫৭ | ২৫ | ৮২ | ৮০.৩৯ |
২০১১ | ৬০ | ৪৮ | ১০৮ | ৪৮ | ৩৭ | ৮৫ | ৭৮.৭০ |
জে এস সি পরীক্ষার তথ্য | |||||||
সন | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০১০ | ৫২ | ৩৬ | ৮৮ | ৫১ | ৩১ | ৮২ |
|
২০১১ | ৫০ | ৪০ | ৯০ | ৪১ | ৩১ | ৭২ |
|
পরিশিষ্ট ০৬
শিক্ষা বৃত্তির তথ্য
সন | ক্যাটাগরি | সংখ্যা |
|
|
|
১৯৬১ সালে বিদ্যালয়ের স্কাউটদল লাহোরে অনুষ্ঠিত জাম্বুরীতে যোগদান করে সুনাম অর্জন করে। এছাড়া বিভিন্ন সময় সিলেট,টাংগাইল,খুলনা মৌচাক জাম্বুরীতে অংশ গ্রহন করে খ্যাতি অর্জন করে। ১৯৬৮ সনে এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ডে মেধাতালিকায় ১৭ তম এবং ১৯৭৯ সনে ২০ তম স্থান অধিকার করে। এ বিদ্যালয়ে অনেক ছাত্র-ছাত্রী দেশে ও বিদেশে অনেক উল্লেখ যোগ্য পদে অধিষ্ঠিত আছে। |
ফলাফল ১০০% ভাগে উন্নতি করন। বিভিন্ন প্রশিক্ষন অর্জিত জ্ঞান শেনি কক্ষে শতভাগ বাস্তবায়ন। সহপাঠ কার্যক্রম বৃদ্ধি করন। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। এসবিএ ও পিবি এম শতভাগ বাস্তবায়ন। পেশাগত উন্নয়নে যথাযথ প্রশিক্ষন গ্রহন নিশ্চিত করন। বিদ্যালয়টিকে মডেলে পরিনত করার আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রাখা। বর্তমান সরকারের দৃর অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষা ক্ষেত্র তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চতকরন। শিক্ষার গুনগত মানোন্নয়নে নিয়মিত ভাবে অভিভাবক সমাবেশ নিশ্চিতকরন। বিভিন্ন ক্ষেত্র মনিটরিং ব্যবস্থা করা। অবকাঠামো উন্নয়ন। কারিগরি,ভোকেশনাল শাখা ও কম্পিউটার ল্যাব স্থাপন। |
গ্রাম-ভাতগ্রাম,ডাকঘর-ভাতগ্রাম,উপজেলা-মির্জাপুর,জেলা-টাংগাইল। E-mail:bhatgramkrs@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস